সারাদেশ

যুবদল সভাপতির দাবি: ফ্যাসিস্ট আ’লীগের দোসরদের বিচার করতে হবে

যুবদল সভাপতির দাবি: ফ্যাসিস্ট আ’লীগের দোসরদের বিচার করতে হবে

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৪, রাত ১০:০৫

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করা পুলিশ প্রশাসন ও দালাল সাংবাদিকদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখতে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, তারা ফ্যাসিস্ট সরকারের দোসর। তাদেরকে বিভিন্ন পদ থেকে অপসারণ করে বিচারের সম্মুখীন করতে হবে। মুন্না আরও বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ওয়ান-ইলেভেনের সরকার কোনো মামলা দিতে পারেনি, অথচ আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন মামলা করেছে। তিনি দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন তারেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, এবং জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু।