সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৪, রাত ১০:০০

“পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজকে গড়ো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ইকর'অ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড শাহনেয়ামতুল্লাহ কলেজে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেছে বসুন্ধরা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকর'অ স্বেচ্ছাসেবক সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন, সভাপতি ওবায়দুল হক, সহ-সভাপতি শাহিনুল ইসলাম, শামসুল হুদা সনি, সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হাসান লিবন, এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতি ওবায়দুল হক জানান, উৎসবমুখর পরিবেশে বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে ১০৯ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। সংগৃহীত তথ্য দিয়ে একটি ডেটাবেজ তৈরি করা হবে এবং পরবর্তীতে রোগীদের চাহিদা অনুযায়ী বিনামূল্যে রক্ত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।