সিরাজগঞ্জের তাড়াশে দুই প্রতিবন্ধীকে নিয়ে মানবেতর জীবনযাপন করা বৃদ্ধা জোবেদাকে সেমিপাকা রঙিন টিনের একটি নতুন ঘর নির্মাণ করে দিলেন সমাজকর্মী মামুন বিশ্বাস।
সোমবার (৭ অক্টোবর) ‘স্বামীর মৃত্যুর পর সম্পত্তি লুট, দুই প্রতিবন্ধীকে নিয়ে মানবেতর জীবনযাপন বৃদ্ধা জোবেদার’ শিরোনামে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মুন টাইমস নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি মামুন বিশ্বাসের নজরে আসে। এরপর তিনি ফেসবুকে সাহায্যের জন্য একটি পোস্ট দেন। অল্প সময়ের মধ্যেই টাকার ব্যবস্থা হলে টিনের মেঝে পাকা একটি ঘর নির্মাণ করা হয়।
জোবেদা খাতুন বলেন, সংবাদ প্রকাশের পর মামুন বিশ্বাস আমার ঘরটি দেখে যান। তার দুদিন পরেই ঘরের নির্মাণ কাজ শুরু হয়। নতুন ঘর পেয়ে আমি খুব খুশি। এখন আর বৃষ্টি হলে ঘরে পানি ঢুকবে না, শীত-বর্ষাতেও কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি আমার দুই পাগলদের থাকার জন্য নতুন ঘর হবে।
সমাজকর্মী মামুন বিশ্বাস জানান, ফেসবুকে পোস্ট দেওয়ার পর ১ লাখ ৪৭ হাজার টাকা সংগ্রহ হয়, যা দিয়ে সেমিপাকা ঘর, বাথরুম এবং নলকূপ স্থাপন করা হয়।
তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল জোবেদা খালার শেষ জীবনে একটু আরাম দিতে। তার মুখে হাসি ফুটাতে পেরে আমরা কৃতজ্ঞ।
মতামত