সারাদেশ

শাহজাদপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহজাদপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২৪, রাত ৯:০১

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার ৩নং ওয়ার্ডের মনিরামপুর মহল্লায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর শাহীন, সাবেক সাংগঠনিক সম্পাদক কে.এম আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাসাসের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, সাবেক যুবদল নেতা মিলন রহমানসহ ৩নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা। সভায় দলকে সুসংগঠিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের সেবায় আত্মনিয়োগ করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।