"ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল, মাদক ছেরে মাঠে চল"—এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে এক বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ফকিরপাড়া এলাকায় আত্মবিশ্বাস স্পোটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিরউদ্দিন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আজিজুল হক। এছাড়া, ছাত্রনেতা মোঃ রিপন মাহামুদের সৌজন্যে ও সিঙ্গাপুর প্রবাসী সাবেক ছাত্রনেতা সবুজ ইসলামের সার্বিক সহযোগিতায় আয়োজনে অংশ নেন বিএনপির নেতৃবৃন্দসহ সংগঠনের সদস্যরা।
আয়োজকরা জানান, মাদক থেকে দূরে রাখার জন্যই এই ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে। তারা আরও জানান, আগের মতো ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের ধারাবাহিকতায় এই ক্রীড়া প্রতিযোগিতাও সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার আশা করছেন।
প্রতিযোগিতায় মাটিতে হাঁস ধরা, হাড়ীভাঙ্গা, মহিলাদের বালিশ চালনা, মোরগ লড়াই, বল নিক্ষেপ, দৌড়ে চেয়ারে বসা, নৃত্য প্রতিযোগিতা এবং ঐতিহ্যবাহী লাঠিখেলা ও সাইকেল খেলা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে।
মতামত