বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত একটি মানবিক বাংলাদেশ চায়, যেখানে মানবতার বিপর্যয় ঘটলে জামায়াত সবসময় পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, "জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ ও আহতরা আমাদের জাতীয় বীর, তাদের যথার্থ মূল্যায়ন করা উচিত।"
বৃহস্পতিবার রাতে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) গুলিবিদ্ধ চিকিৎসাধীন রোগীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান জানান, যারা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে, তাদের সম্মানের সাথে পুনর্বাসন করা জামায়াতের লক্ষ্য।
সিআরপিতে চিকিৎসাধীন রোগীদের পাশে গিয়ে তাদের খোঁজখবর নেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা জেলা উত্তরের আমির মাওলানা আফজাল হোসেন, নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। আন্দোলনে আহত ৫৭ জন এখন সিআরপিতে চিকিৎসাধীন, যার মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।
মতামত