চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি বক্তব্য দেন।
সভায় জেলা প্রশাসক আব্দুস সামাদ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রুপিং রয়েছে, যা ব্যক্তিস্বার্থের জন্য শিক্ষার্থীদের ক্ষতির কারণ হতে পারে। তিনি কঠোরভাবে ব্যক্তিস্বার্থে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার না করার আহ্বান জানান।
সভায় দুর্নীতি ও মাদকের প্রসঙ্গ তুলে ধরে জেলা প্রশাসক বলেন, দুর্নীতি ও মাদক কারবারির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং দুর্নীতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সম্পর্ক করা থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রশাসনের কাজ জনগণের সেবা দেওয়া এবং কারও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন নয়। জনগণের যে কোনো সমস্যা সরাসরি জানানোর আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, সদর থানার এসআই মাহবুবুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মতামত