চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. জামাল (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) মো. রবিউল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জামাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচরা চররানীনগর গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০২৩ সালের ১৮ জানুয়ারি রাতে র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচর এলাকায় অভিযান চালায়। এ সময় জামাল পালানোর চেষ্টা করলে তাকে ৭৪৪ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। পরদিন ১৯ জানুয়ারি র্যাবের এসআই মো. ইমরোজ ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় দেন।
মতামত