সারাদেশ

জুলাই-আগস্ট আন্দোলনের হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে: ইকবাল হাসান মাহমুদ

জুলাই-আগস্ট আন্দোলনের হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে: ইকবাল হাসান মাহমুদ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৪, রাত ১১:৪১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মানুষ হত্যা করেছে, তাদের বাংলার মাটিতেই বিচার হবে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে পুলিশ নিয়ে ঘুরে বেড়ানো স্বৈরাচারীরা এখন বুঝবে রাজনীতি কাকে বলে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা শহরের বাজার স্টেশন এলাকায় বিএনপির সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টুকু। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ। টুকু বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, যারা সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, তারা বিএনপির কর্মী নয়, এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, তিনি সরকার নিয়ন্ত্রিত আদালতের ফরমায়েশি রায়ের শিকার হয়ে দীর্ঘদিন পরবাসে কাটিয়েছেন। তবে আজ দেশে ফিরে মানুষের মধ্যে থাকতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাবেশে জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার বিএনপি নেতা-কর্মী অংশগ্রহণ করেন।