বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, স্বৈরাচারী ও ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজ ও রাষ্ট্রের গভীরে অবস্থান করছে। তাদের কারণেই ছাত্রদল কর্মী জুনায়েদ আল হাবিবসহ বিভিন্ন বিএনপি কর্মীকে হত্যা করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দিদারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা একটি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে খুনের রাজনীতি প্রতিষ্ঠার প্রতিফলন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নরসিংদীর রায়পুরা উপজেলার বটিয়ারা গ্রামে জুনায়েদের পরিবারের সাথে সাক্ষাৎকালে রিজভী এসব কথা বলেন। তিনি জুনায়েদের বাবা জসিম উদ্দিনকে সমবেদনা জানান এবং বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এ সময় বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিহত জুনায়েদের বাবাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মতামত