আশুলিয়ায় ইন্সেন্টিভ বৃদ্ধির দাবিতে একই গ্রুপের দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে কর্মবিরতি পালন করছেন, যার ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় শ্রমিকরা সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
শ্রমিকরা অভিযোগ করেন, তাদের ন্যায্য পাওনা কারখানার পরিচালক তাইজুল ইসলামের কারণে পাচ্ছেন না। তিনি সবকিছু আত্মসাৎ করে এবং কোনো কিছু বললে বহিরাগত সন্ত্রাসী এনে শ্রমিকদের ওপর হামলা চালান।
গিল্ডেন গার্মেন্টস ও গিল্ডেন একটিভ ওয়্যার বাংলাদেশ লিমিটেড নামে দুটি কারখানার শ্রমিকরা ইন্সেন্টিভ বৃদ্ধির দাবিতে আজ কর্মবিরতি শুরু করেন। অভিযোগ অনুযায়ী, বহিরাগতরা এসে শ্রমিকদের ওপর হামলা চালায়, এতে ৪-৫ জন আহত হন। এরপর শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পরিচালক তাইজুল ইসলামের অপসারণের দাবিতে সড়কে বসে পড়ে। শ্রমিকদের ধারণা, তার বিরোধিতার কারণেই তাদের দাবি পূরণ হচ্ছে না।
কারখানা কর্তৃপক্ষ জানায়, দুপুরে শ্রমিকরা তাইজুল ইসলামের বাসার সামনে ভাঙচুর চালায়। সেখানে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয় এবং নিরাপত্তা কর্মীদের সাথে হাতাহাতিতে ৪-৫ জন শ্রমিক আহত হন। বর্তমানে সেনা, বিজিবি, ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, তবে শ্রমিকরা এখনো সড়ক অবরোধ করে রেখেছেন।
মতামত