সারাদেশ

কালাইয়ে ওমর কিন্ডার গার্ডেন স্কুলে আন্ত-স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালাইয়ে ওমর কিন্ডার গার্ডেন স্কুলে আন্ত-স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৫৮

জয়পুরহাটের কালাই উপজেলায় ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির আয়োজনে আন্ত-স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে স্কুলের মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা শুরু হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি বিচার করেছেন কালাই সরকারি মহিলা কলেজের প্রভাষক হারুনুর রশিদ, কালাই ডিগ্রি কলেজের প্রভাষক রুহুল আমিন, সাইদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক মোবারক হোসেন এবং নান্দাইল দিঘী কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা শমীমা আক্তার জাহান বিতর্কের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের উৎসাহিত করেন বই পড়ার মাধ্যমে জ্ঞান বৃদ্ধির জন্য। তিনি শিক্ষার্থীদের আন্তঃপর্যায়ে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন এবং স্কুলের পরিবেশ ও শিক্ষার মানের প্রশংসা করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।