বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সহযোগিতায় রাজশাহীতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহী সিটি হলের সভাকক্ষে এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
ড. হুমায়ূন কবীর বলেন, "জরায়ুমুখ ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ, যা এইচপিভি টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়। সরকার বিনামূল্যে এই টিকা প্রদান করছে, যা পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।" রাজশাহীতে ২৪ অক্টোবর থেকে ১৮ দিনব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এই কার্যক্রমের আওতায় ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী কমিউনিটির কিশোরীদের এই টিকা দেওয়া হবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম ক্যাম্পেইনের কর্মপরিকল্পনা তুলে ধরে জানান, ৩০৬টি স্কুলের ২৩,৫১০ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। কমিউনিটি পর্যায়ে ৭ নভেম্বর থেকে ৮ কর্মদিবস ধরে এই কার্যক্রম চলবে। টিকা পেতে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
মতামত