ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইউপি সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে উপজেলার ৮টি ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা দাবি করেন, ইউপি সদস্যদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ না হতেই অপসারণ করার প্রচেষ্টা চলছে, যা জনসেবা ও নাগরিক সুবিধার জন্য ক্ষতিকর। তারা বলেন, মেয়াদ পূর্ণ করার আগে যেন তাদের অপসারণ করা না হয়। জনদুর্ভোগ ও নাগরিক সেবা অব্যাহত রাখতে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আলন বালা, আনারুল ইসলাম, ফয়জুল হক, তফিজুল ইসলাম, পেয়ারা খাতুন, আনসারা বেগম, ওমের আলী, আবু সালে বাবলু রফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মতামত