সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৪, সকাল ১১:৩৩

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর এলাকায় মরদেহটি পাওয়া যায়। বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক কমল জানান, মরদেহটি রহনপুর থেকে ভেসে এসে যাদুপুর দুর্গাপুর ঘাট এলাকায় পৌঁছায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত জানান, মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।