সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি: পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব

চাঁপাইনবাবগঞ্জে বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি: পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৪, সকাল ১১:৩০

বায়ু দূষণের কারণে বিশ্বব্যাপী অসংক্রামক রোগে মানুষের মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ৪২ লাখ মানুষ বায়ু দূষণজনিত কারণে অকাল মৃত্যুর শিকার হয়। বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) জরিপে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ মধ্যম মাত্রার দূষণপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। দিন দিন এই জেলায় বায়ু দূষণের মাত্রা বাড়ছে, যা ভবিষ্যতে গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। সাবেক জেলা মেডিকেল অফিসার ডাঃ মাজেদ আলি খাঁন জানান, "বায়ু দূষণ মানুষের প্রজনন স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলে, বিশেষ করে পুরুষের শুক্রাণুর মান ও পরিমাণে ব্যাঘাত ঘটে এবং মহিলাদের ডিম্বাণুর উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া, দূষিত কণা ফুসফুস, হার্ট, কিডনি, এবং লিভারকে আক্রান্ত করতে পারে।" স্থানীয় শিক্ষক মোঃ লতিফূর রহমান শুষ্ক মৌসুমে বায়ু দূষণের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন। তিনি বায়ু দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঠিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যার মধ্যে রয়েছে নির্মাণ স্থান ঢেকে রাখা, পানি ছেটানো, এবং সাকশন ট্রাক ব্যবহারের মতো কার্যক্রম। তাছাড়া, রাস্তা নির্মাণ ও সংস্কারকালে ঠিকাদার কোম্পানিগুলোর পরিবেশগত প্রটোকল না মানার বিষয়টিও আলোচনার কেন্দ্রে এসেছে।