সিরাজগঞ্জের তাড়াশে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে রোপা আমন চাষ শুরু হয়েছে। তাড়াশ কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর ১৩ হাজার ৮৯৬ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের চেয়ে ৬৫২ হেক্টর বেশি।
চাষিরা আশাবাদী যে, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর বাম্পার ফলন হবে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ সবুজ আমন ধানে ভরে উঠেছে। বাতাসে ধানের শীষ দুলছে, আর চাষিরা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
চাষিরা জানান, মৌসুমের শুরুতে বৃষ্টির পরিমাণ কম থাকায় শ্যালো মেশিন দিয়ে সেচ দিতে হয়েছে, যা ফলনের সম্ভাবনা বাড়িয়েছে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন জানান, প্রায় অর্ধেক জমিতে চাষাবাদ সম্পন্ন হয়েছে এবং বাকি জমিতেও ধান রোপণ চলছে।
কৃষকদের সার্বিক পরামর্শ এবং রোগবালাই ব্যবস্থাপনার বিষয়ে মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চাষিরা ভালো ফলন পাবে এবং দাম ঠিক থাকলে তারা লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতামত