সারাদেশ

এইচএসসি পরীক্ষায় ফেল করায় মেলান্দহে শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় ফেল করায় মেলান্দহে শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, রাত ১১:৪০

জামালপুরের মেলান্দহ উপজেলায় মোঃ তারেক আহমেদ (২২) নামে এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার হরিপুর ভাটিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তারেক মেলান্দহ সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং তিনি স্থানীয় মোঃ চান মিয়ার (মনোয়ার) ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর তারেক একটি কম্পিউটারের দোকানে গিয়ে ফলাফল দেখে ফেল করার বিষয়টি জানতে পারেন। পরিবারকে জানালে তাকে বকাঝকা করা হয় এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলা হয়। বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে তারেক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার ছোটবোন তানজিলা (১১) প্রথমে ঘটনা দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডেকে আনেন, যারা লাশ নামিয়ে রাখেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষার্থী তারেক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।