সারাদেশ

ডোমারে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

ডোমারে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, রাত ১১:৩৩

সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নীলফামারীর ডোমারে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকালে উপজেলা রেলগেট সংলগ্ন বাটার মোড়ে এই সমাবেশের আয়োজন করে ডোমার উপজেলা বিএনপি। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি তার বক্তব্যে সরকারের সমালোচনা করে বিএনপি কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে ডোমার উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান তুলু এবং উপজেলা ও ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার তুহিন বলেন, 'বিএনপির নেতা-কর্মীরা ১৬ বছর ধরে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং তাদের আদর্শে অবিচল রয়েছে।' তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার মানোন্নয়ন, নারীদের শিক্ষার প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবে। সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন, যার ফলে সমাবেশস্থল এবং আশেপাশের সড়কসমূহ কর্মীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায়।