সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে ১২০ ইউপি সদস্যের পদ বাতিল না করার দাবিতে বিক্ষোভ

নওগাঁর মহাদেবপুরে ১২০ ইউপি সদস্যের পদ বাতিল না করার দাবিতে বিক্ষোভ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, রাত ১১:২৯

নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের পদ বাতিলের আশঙ্কায় ১২০ জন নির্বাচিত সদস্য বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং স্মারকলিপি পেশ করেছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মহাদেবপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি জেলা পরিষদ ডাকবাংলো থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধনে পরিণত হয়। বক্তারা উল্লেখ করেন, তারা গ্রাম আদালতের সদস্য হিসেবে বিচার কার্য পরিচালনা, নাগরিকত্ব সনদ ও ওয়ারিশান সনদ প্রদান, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা, এবং ভাতা ও সরকারি সুবিধা বিতরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের দাবি, তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেছেন এবং এখনও দুই বছর পাঁচ মাস দায়িত্বকাল বাকি রয়েছে। মানববন্ধনে বক্তৃতা দেন রাইহান আলম, মাবুদ আলী, হোসেন আলী, শাহীন আলম, সৈয়দ আলী, আঙ্গুর বেগম, এবং শেফালী আকতার। ইউপি সদস্যদের পক্ষে রাইগাঁ ইউপি সদস্য আনিছুর রহমান স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানকে হস্তান্তর করা হয়, যাতে তাদের দায়িত্ব অব্যাহত রাখার দাবি জানানো হয়।