সারাদেশ

জামায়াতে ইসলামী ৩ নং চরক্লার্ক ইউনিয়নের কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন

জামায়াতে ইসলামী ৩ নং চরক্লার্ক ইউনিয়নের কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, রাত ১১:২২

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৩ নং চরক্লার্ক ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সহযোগী সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় সুবর্ণচরের লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ৩ নং চরক্লার্ক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডাক্তার মোহাম্মদ রহমতুল্লাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাস্টার আবুল কাশেম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার আমির ইসহাক খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শেখ শাহাবুদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা জামাল উল্যাহ মুকুল এবং হেদায়েতুল্লাহ মাসুদ। এছাড়াও নোয়াখালী জেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও প্রবাসী ফাউন্ডেশনের সদস্যরাও বক্তব্য রাখেন। সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী ও সহযোগী সদস্য উপস্থিত ছিলেন।