সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রত্যাবর্তন উপলক্ষে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি প্রচারণামূলক লিফলেট বিতরণ করেছে। আগামী ১৭ অক্টোবর ২০২৪ তারিখে তার সিরাজগঞ্জ আগমন উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর হাসপাতাল রোড থেকে শুরু করে এস.এস রোড হয়ে ২ নম্বর খলিফা পট্টিতে এ কার্যক্রম শেষ হয়। সংগঠনের আহ্বায়ক ফখরুল ইসলাম তালুকদার রাকিবের নেতৃত্বে ওষুধ ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ এবং মতবিনিময় করা হয়, যেখানে ওষুধ ব্যবসায়ীদের সম্প্রীতি সমাবেশ সফল করার জন্য আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির জেলা কমিটির সদস্য কার্তিক চন্দ্র বর্মন, নিয়ামুল হক রাব্বি, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, মোহাম্মদ শিবলীসহ আরও অনেকে। ফখরুল ইসলাম তালুকদার রাকিব বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রত্যাবর্তন উপলক্ষে সিরাজগঞ্জের বাজার স্টেশন এলাকায় অনুষ্ঠিতব্য সম্প্রীতি সমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মতামত