সিরাজগঞ্জের সলঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে একটি পলিথিন কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এনএসআই এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। সলঙ্গা থানার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চড়িয়া শিখার এলাকায় অবস্থিত গ্যাস অফিসের দক্ষিণ পাশে জননী প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানিকে পরিবেশের ছাড়পত্র ছাড়াই পলিথিন উৎপাদন ও বাজারজাত করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এই অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারায় এই দণ্ড দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সিরাজগঞ্জ অঞ্চলের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর গফুর, এবং সেনাবাহিনীর সদস্যরা।
মতামত