সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:১৭

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর তীর রক্ষা এবং মোহনা পার্ক সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে মানববন্ধনে অংশ নেন সদর উপজেলার চর-আলাতুলি, দেবিনগর এবং শাহজাহানপুর ইউনিয়নের সাধারণ মানুষ। মানববন্ধনে উপস্থিত বক্তারা বালুমহাল ইজারা বাতিলের পাশাপাশি, অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য জোর দাবি জানান। তাদের মতে, প্রতিদিন ড্রেজার মেশিন দিয়ে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করার কারণে নদীর তীর এবং বাঁধ ভেঙে যাচ্ছে, যার ফলে কয়েক হাজার বিঘা ফসলি জমি, স্থাপনা এবং বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে এসব এলাকার কয়েকশো বাড়িঘরও হুমকির মুখে রয়েছে। বক্তারা অবিলম্বে এই অবৈধ কার্যকলাপ বন্ধের আহ্বান জানান। মানববন্ধন শেষে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এই কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, আফসারুল আলম, মাওলানা কাওসার আলী, ফয়সাল হোসেন, আব্দুল জলিলসহ আরও অনেকে।