সারাদেশ

ইবিতে হামলাকারীদের গ্রেফতারে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ইবিতে হামলাকারীদের গ্রেফতারে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:১২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারীদের গ্রেফতারে সরকারের দীর্ঘসূত্রিতার প্রতিবাদে মানববন্ধন করেছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে মানববন্ধনে রূপ নেয়। দুপুর ১টায় প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষার্থী সাজ্জাদতুল্লাহ শেখ বলেন, "জুলাই বিপ্লবে ছাত্রলীগ ও আওয়ামী লীগ সর্বত্র নৈরাজ্য সৃষ্টি করেছে। যাদের হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে, তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।" বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সহ-সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, "ছাত্র-জনতার আন্দোলনে যারা খুনি ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনে বসে থাকা সকল স্বৈরাচারের দোসরদেরও দ্রুত পদত্যাগ করতে হবে। আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।"