সারাদেশ

বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ

বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৭:১০

বিএনপি নেতা হারিছ চৌধুরীর মৃত্যুকে ঘিরে সৃষ্ট ধোঁয়াশা দূর করতে উচ্চ আদালতের নির্দেশে তার মরদেহ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় সাভারের কমলাপুর জালালাবাদ এলাকায় জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদ্রাসার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। উল্লেখ্য, হারিছ চৌধুরীর পরিচয় নিশ্চিত করতে তার মেয়ে সামিরা তানজিন চৌধুরীর দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এ নির্দেশ দেন। তার দাবি, হারিছ চৌধুরী মাহমুদুর রহমান নামে দাফন করা হয়েছিল। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হলে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মানে দাফনের দাবি জানানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য মরদেহ উত্তোলন কার্যক্রমে জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।