নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বুধবার (১৬ অক্টোবর) ১ দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দৃষ্টান্ত সংগঠন মিরজাগঞ্জের আয়োজনে এ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদের।
ক্যাম্পের সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক রুহুল আমিন। আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক (অবঃ) মোশারফ হোসেন, শিক্ষক তোজাম্মেল হক, মোস্তাক মালেক, শরিফুল ইসলাম, ওষুধ ব্যবসায়ী মজিবুল ইসলাম এবং হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতনের শিক্ষক ফিরোজ পারভেজ উজ্জলসহ সংগঠনের সদস্যবৃন্দ।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন রংপুর মেডিকেলের অনারারী মেডিকেল অফিসার ডাঃ গোপাল চন্দ রায় ও ডাঃ কৌশিক রায়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দৃষ্টান্ত সংগঠনের সফলতা কামনা করেন এবং সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ ফ্রী মেডিকেল ক্যাম্পে ৩০০-এর অধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মতামত