জয়পুরহাট সদর উপজেলার কেন্দুল সিদ্দিকিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সাবেক সুপার মোঃ মাসুদ মোস্তফা দেওয়ানের বিরুদ্ধে জোরপূর্বক তার পুরোনো পদ পুনরুদ্ধারের অভিযোগ উঠেছে। মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা এ অভিযোগ করেন।
বুধবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি রেজাউল করিম সরকার লিখিত বক্তব্যে সাবেক সুপারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চাকুরীর শৃঙ্খলা ভঙ্গ, এবং অন্যান্য অনিয়মের অভিযোগ তুলে ধরেন। ২০০১ সালে অর্থ আত্মসাৎ মামলায় জেল হাজতে গেলে তিনি সাময়িক বরখাস্ত হন এবং পরে নিজের ইচ্ছায় পদত্যাগ করেন।
তবে সাম্প্রতিক সময়ে সাবেক সুপার মাসুদ মোস্তফা দেওয়ান ৪০-৫০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে নিয়ে মাদ্রাসায় গিয়ে বর্তমান সুপার আয়েজ উদ্দিনসহ শিক্ষকদের ভয় দেখিয়ে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মাদ্রাসার বর্তমান সুপার আয়েজ উদ্দিন জানান, সাবেক সুপার মাসুদ মোস্তফা দেওয়ান জোরপূর্বক তার পদ পুনরুদ্ধারের চেষ্টা করছেন এবং নানা ভয়-ভীতি প্রদর্শন করছেন।
মতামত