সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ওয়ানশুটারগান ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ওয়ানশুটারগান ও গুলি সহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, সন্ধ্যা ৬:৫৫

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে র‌্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বাখের আলী বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মো. জালাল (৪৮), পিতা মৃত তোফাজ্জল হোসেন, সাং বাথানপাড়া, থানা চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা চাঁপাইনবাবগঞ্জকে একটি ওয়ানশুটারগান এবং ০১ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়। র‌্যাবের কাছে গোয়েন্দা তথ্য আসে যে সীমান্তবর্তী এলাকা থেকে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহ করে শহরের দিকে প্রবেশ করবে। এর ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা দল ও চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় নজরদারি চালায়। পরে ফটিক হোসেনের বসতবাড়ীর পাশে অভিযান চালিয়ে উক্ত আসামিকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।