সারাদেশ

ভূমিষ্ঠ হওয়ার দিনই জন্মনিবন্ধন সনদ পেল সিরাজগঞ্জের কন্যা দিপিশা গৌর

ভূমিষ্ঠ হওয়ার দিনই জন্মনিবন্ধন সনদ পেল সিরাজগঞ্জের কন্যা দিপিশা গৌর

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৪, বিকাল ৪:২৪

সিরাজগঞ্জের ফজলুল হক রোডের গোশালা মহল্লার দিলীপ গৌর ও পিংকি গৌর দম্পতির ঘরে কন্যা শিশু দিপিশা গৌর জন্মগ্রহণ করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার স্টার স্পেশালাইজড হাসপাতালে জন্ম নেওয়া এই শিশুটির দুই ঘণ্টার মধ্যেই জন্মনিবন্ধন সম্পন্ন হয়। সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক তোফাজ্জল হোসেনের তত্ত্বাবধানে পৌরসভার জন্মনিবন্ধন শাখা দ্রুততার সঙ্গে আবেদন করে শিশুটির জন্মনিবন্ধন সনদ প্রস্তুত করে। বুধবার (১৬ অক্টোবর) সকালে হাসপাতালে উপস্থিত হয়ে নবজাতকের হাতে জন্মনিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন। এসময় জেলা প্রশাসন ও পৌরসভার নিবন্ধন শাখার কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন বলেন, "দিপিশার জন্মের সঙ্গে সঙ্গে সচেতন অভিভাবকরা জন্মনিবন্ধনের জন্য আবেদন করেছেন, যা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। জন্মনিবন্ধন হলো একটি গুরুত্বপূর্ণ সরকারি সনদ। এর মাধ্যমে দিপিশা রাষ্ট্রের একজন গর্বিত নাগরিক হিসেবে তার প্রথম পরিচয়পত্র অর্জন করেছে।" উল্লেখ্য, দিপিশার পিতা দিলীপ গৌর বেসরকারি স্যাটেলাইট টিভি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত।