সারাদেশের ন্যায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অংশ নেওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এই বোর্ডে ৬৬৫টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। তবে ২০টি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ অকৃতকার্য হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও শিক্ষার্থীদের প্রস্তুতির ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা বিশেষজ্ঞরা।
দিনাজপুর শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ২০ টি কলেজের মোট পরীক্ষার্থী ৬৩ জন। শতভাগ অকৃতকার্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা:
'লালমনিরহাট জেলার ছয়টি কলেজ:'
১. গন্ধমরুয়া স্কুল অ্যান্ড কলেজ
২. নামুরী হাইস্কুল অ্যান্ড কলেজ
৩. আদিতমারী সোনারহাট স্কুল অ্যান্ড কলেজ
৪. শিয়াল খাওয়া এস সি স্কুল এন্ড কলেজ
৫. দুহুলী এস সি হাই স্কুল অ্যান্ড কলেজ
৬. কাকিনা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, কালীগঞ্জ
'ঠাকুরগাঁও জেলার পাঁচটি কলেজ:'
১. গোগোর কলেজ, রানীশংকৈল
২. রত্নাই বেগুলাবাগি হাইস্কুল অ্যান্ড কলেজ
৩. মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজ
৪. কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজ, বালিয়াডাঙ্গী
৫. কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও সদর
'দিনাজপুর জেলার তিনটি কলেজ:'
১. সনকা আদর্শ কলেজ, বীরগঞ্জ
২. উত্তর লক্ষ্মীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ী
৩. বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ, হাকিমপুর
'রংপুর জেলার দুটি কলেজ:'
১. আর্কেডিয়া ইন্টারন্যাশনাল কলেজ, রংপুর সদর
২. বড়াইবাড়ি কলেজ, গঙ্গাচড়া
'কুড়িগ্রাম জেলার দুটি কলেজ:'
১. গোপালপুর এম এল হাই স্কুল অ্যান্ড কলেজ, নাগেশ্বরী
২. শৌলমারী এম আর স্কুল অ্যান্ড কলেজ, রৌমারী
'গাইবান্ধা জেলার একটি কলেজ:'
১.ফকিরহাট মহিলা কলেজ, পলাশবাড়
'নীলফামারী জেলার একটি কলেজ:'
১.বাগডোগরা নিমোজখানা হাই স্কুল অ্যান্ড কলেজ, ডোমার।
শিক্ষার মানোন্নয়ন এবং সঠিক প্রস্তুতির ঘাটতি পূরণে ত্বরিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন শিক্ষাবিদরা।
মতামত