সারাদেশ

ডোমারের সোনারায়ে যুবকের মরদেহ উদ্ধার

ডোমারের সোনারায়ে যুবকের মরদেহ উদ্ধার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৪, রাত ৯:৪৭

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ভেলসিপাড়া রেললাইন ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে এই মরদেহটি দেখতে পাওয়া যায়। স্থানীয়রা জানান, সকালে রেল লাইনের ধারে কাজে বের হলে ব্রিজের নিচে পানিতে ভাসমান অজ্ঞাত এক লাশ দেখতে পান। পরে এই ঘটনা নিয়ে এলাকায় কানাকানি শুরু হয় এবং মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে পরে ডোমার থানায় খবর দেওয়া হয়। মশিউর রহমান শান্ত (২৮) নামের মরদেহটি শনাক্ত হলে জানা যায়, তিনি সৈয়দপুরের এয়ারপোর্ট এলাকার নিউ মুন্সিপাড়ার মোখলেছুর রহমান হেলালের পুত্র। নিহতের সৎ ভাই আসাদুজ্জামান বাবু (৩৩) ও মা বিউটি বেগম (৫০) ঘটনাস্থলে এসে মরদেহটির পরিচয় নিশ্চিত করেন। বিউটি বেগম জানান, গত সোমবার রাতে নীলসাগর ট্রেনে চিলাহাটি থেকে সৈয়দপুরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ডোমার রেলওয়ে স্টেশনে ট্রেনটি এসে সিট থেকে উঠে গেলে শান্তের খোঁজ শুরু হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে মরদেহটির পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে পরিবার এসে শনাক্ত করে। বর্তমানে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলায় পাঠানোর প্রক্রিয়া চলছে।