আগামী ১৭ অক্টোবর ২০২৪ তারিখ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জ প্রত্যাবর্তন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের সহ সভাপতি মজিবুর রহমান লেবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি নাজমুল তালুকদার রানা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশীদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামানসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তাগণ জানান, আগামী ১৭ অক্টোবর ২০২৪ তারিখ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জ আগমন উপলক্ষে শহরের বাজার স্টেশন এলাকায় অনুষ্ঠিতব্য সম্প্রীতি সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় কর্মসূচি পালিত হবে।
এসময় বক্তারা আরও বলেন, বিগত স্বৈরাচার সরকারের রোষানলে স্বীকার হয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার, গুম, খুনসহ নানা হয়রানি করা হয়েছে।
বক্তারা উল্লেখ করেন, ০৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। আগামী ১৭ অক্টোবর সিরাজগঞ্জের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমরা তাকে সংবর্ধনা দেব।
সভায় উপস্থিত সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়, যাতে কোনো কুচক্রী মহল অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং বিভিন্ন উপজেলা থেকে সুশৃঙ্খলভাবে আসার জন্য অনুরোধ করা হয়।
মতামত