সারাদেশ

রাজারহাটে বাল্যবিবাহ ও শিশু সহিংসতা রোধে স্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত

রাজারহাটে বাল্যবিবাহ ও শিশু সহিংসতা রোধে স্টেকহোল্ডার সংলাপ অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৫৬

"চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড"—এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ই অক্টোবর) দুপুরে ৭ নং নাজিমখান ইউনিয়নের আউলিয়া দরগা তেলীপাড়া এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করা হয়। সোনালুরকুটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহেষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন বাদিয়াছড়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচপীর কেরামতিয়া আলিয়া মাদরাসার শিক্ষক কামরুল ইসলাম ও সমাজসেবক ইয়াছিন আলী। এছাড়া, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার এবং কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সাগর ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা বাল্যবিবাহের কুফল ও শিশুদের প্রতি সহিংসতার ভয়াবহতা নিয়ে আলোচনা করেন এবং এর বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সবার সহযোগিতা কামনা করেন। তারা বাল্যবিবাহ রোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।