সারাদেশ

সাতক্ষীরায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ ড্রেন থেকে উদ্ধার

সাতক্ষীরায় নিখোঁজ বৃদ্ধের মরদেহ ড্রেন থেকে উদ্ধার

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৪, বিকাল ৫:৫০

সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় নিখোঁজের এক দিন পর ড্রেন থেকে বৃদ্ধ আবুল হোসেন গাজী (৮৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে শহরের পিএন স্কুলের দক্ষিণ পাশের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মুনজিতপুর গ্রামের শাপলা আবাসিক এলাকার আব্দুল লতিফ গাজীর ছেলে। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজরেহা হোসাইন জানান, গতকাল পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডায়েরি করার পর আজ বৃদ্ধের মরদেহ পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বৃদ্ধের ছেলে আবুল কালাম, যিনি ডেন্টিস্ট সহকারী হিসেবে কাজ করেন, বলেন, তার বাবা বালুর ব্যবসা করতেন এবং সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি, তাই মিসিং ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে পিএন স্কুলের পাশের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।