বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদকে আওয়ামী লীগের দালাল ও ভূমি দস্যু আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছে রাজারহাট উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজারহাট উপজেলার সোনালী ব্যাংকের সামনে চাকিরপশা বিল প্রান্তিক কৃষক ও পরিবেশ সুরক্ষা কমিটির মানববন্ধনে রাজারহাট উপজেলা বিএনপি যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ এ ঘোষণা দেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা তুহিন ওয়াদুদের ভূমি সংক্রান্ত কার্যকলাপের তীব্র সমালোচনা করেন। আবুল কালাম আজাদ বলেন, "তুহিন ওয়াদুদ আওয়ামী লীগ সরকারের দালাল এবং কৃষকদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। তাকে কুড়িগ্রামে প্রবেশ করতে দেওয়া হবে না এবং রাজারহাট বিএনপি তাকে প্রতিহত করবে।"
এ সময় ক্ষতিগ্রস্ত কৃষক একেএম ফরিজল মিয়া অভিযোগ করেন, তুহিন ওয়াদুদের পিতা থেকে তিনি জমি কিনেছেন, কিন্তু এখন তুহিন সেই জমিকে নদী হিসেবে দাবি করে কৃষকদের ফসল নষ্ট করছেন।
অন্য কৃষকরা তুহিনের ভূমি নীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং তার বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করেন। মানববন্ধনে উপস্থিত আরও অনেকে তুহিন ওয়াদুদের ভূমিদস্যু হিসেবে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনটি দুপুর ১টায় সমাপ্ত হয়, যেখানে কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মতামত