বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। মঙ্গলবার (১৫ অক্টোবর) কালাই উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
"স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ" প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে হাত ধোয়া প্রদর্শনীতে পরিণত হয়। পরে, উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তারের সভাপতিত্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আল আমিন। এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ডেইজি আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলামসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইউএনও শামীমা আক্তার হাত পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।
মতামত