চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিন চালিত নৌকাসহ দুই জনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ৫৩ বিজিবি’র মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ নাদিম আলী (২৩) ও মোঃ শাওন আলী (২২), উভয়েই শিবগঞ্জ উপজেলার চরপাকা গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে ১৫৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিন চালিত নৌকা উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ মনির-উজ-জামান পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি সীমান্তে অবৈধ চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
মতামত