সারাদেশ

নাসার গবেষক দলে নেত্রকোনার তরুণ তারিকুজ্জামান

নাসার গবেষক দলে নেত্রকোনার তরুণ তারিকুজ্জামান

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৪, বিকাল ৫:২৫

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষণা দলে স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ বিজ্ঞানী মোহাম্মদ তারিকুজ্জামান। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেড়ি গ্রামের এই তরুণ বর্তমানে লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স বিভাগে পিএইচডি করছেন। তিনি মহাকাশে উদ্ভিদ জন্মানোর বিষয়ে গবেষণা করছেন। তারিকুজ্জামানের দল 'লা টেক বায়োমাস' মাটি ছাড়া মহাকাশে উদ্ভিদ উৎপাদনের জন্য মানুষের মূত্র ব্যবহার করার সম্ভাবনা পরীক্ষা করছে। তার এই গবেষণা বাংলাদেশকে বৈজ্ঞানিক মহলে গৌরবের আসনে বসিয়েছে। তিনি বলেন, "আমরা মহাকাশে কৃষির নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে কাজ করছি, যা ভবিষ্যতে মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।" তিনি সকলের দোয়া কামনা করেন এবং বলেন, "এই সম্মান শুধু আমার নয়, গোটা দেশের।" তারিকুজ্জামান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন এবং বর্তমানে পিএইচডি করছেন। তার বড় ভাই জিলু মিয়া এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারও তার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।