দুর্গাপূজার দীর্ঘ ৬ দিন ছুটির পর আবারও সচল হয়েছে উঠেছে হিলি বন্দরের সঙ্গে ভারতের আমদানি-রফতানি বাণিজ্য।
বাংলাদেশের স্থলপথে ভারতের সঙ্গে বাণিজ্যের প্রায় ১০ শতাংশ কার্যক্রম সম্পন্ন হয় এই হিলি বন্দর দিয়ে।ভারত থেকে প্রতিদিন গড়ে হিলি বন্দরে ২০০ থেকে ৩০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয় এবং ২০ থেকে ২৫ ট্রাক পণ্য রফতানি হয়। এর মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয় প্রায় ৪০০ কোটি টাকা।
তবে শারদীয় দুর্গাপূজার কারণে ভারত-বাংলাদেশের মধ্যে ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ছিল। এসময়, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত নিয়মিত চলমান থাকে।
আজ মঙ্গলবার, ১৫ অক্টোবর থেকে পুনরায় শুরু হয়েছে হিলি বন্দরের সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম।
মতামত