সারাদেশ

রাজশাহীতে বিশ্ব মান দিবস পালন

রাজশাহীতে বিশ্ব মান দিবস পালন

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, রাত ১০:০৮

১৪ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মান দিবস (World Standards Day)। ১৭২টি দেশ এই দিবসটি উদযাপন করছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এ বছরের প্রতিপাদ্য, ‘সমন্বিত উদ্যোগে উন্নত বিশ্ব বিনির্মাণে-মান,’ যার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনের উপর গুরুত্বারোপ করা হয়েছে। রাজশাহীতে দিবসটি উদযাপনের অংশ হিসেবে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। তিনি তার বক্তব্যে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনের গুরুত্বের উপর আলোকপাত করেন এবং বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ টেকসই শিল্পায়ন ও বিদেশে বাজার সম্প্রসারণের জন্য অপরিহার্য। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক যোবায়ের হোসেন এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। বক্তারা ভেজালবিরোধী কার্যক্রম ও পণ্যের মান উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষজ্ঞ বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ রাশেদ কবির, যিনি স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। সভাপতিত্ব করেন বিএসটিআই’র পরিচালক জোহুরা সিকদার, যিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শিল্প খাতের উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প-কারখানার প্রতিনিধি, সরকারী কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।