রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুরে গত রবিবার রাতে তাজকিয়া পাঠাগারের উদ্যোগে টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজকিয়া পাঠাগারের উপদেষ্টা মো. সোলায়মান মিয়া।
সাংস্কৃতিক সন্ধ্যার প্রধান অতিথি ছিলেন মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (মাকু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং দারুত তাজকিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন মাদরাসার পরিচালক মো. আলিমুল রেজ্জা খাঁন (জুয়েল)। এছাড়া উপস্থিত ছিলেন তাজকিয়া পাঠাগারের পরিচালক মো. আক্তারুজ্জামান আকন্দ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক ও নাট্যকার এবি এম নোমান আজাদ, সাবেক সংগীত পরিচালক শফিক আদনান, সাবেক নাট্য পরিচালক রেজাউল করিম সবুজ এবং সাবেক শিশু কিশোর নাট্য পরিচালক শফিকুল ইসলাম রুবেল।
এছাড়াও রংপুরের আলোড়ন সৃষ্টিকারী কল্লোল শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক মো. মোক্তারুল ইসলাম ও বর্তমান পরিচালক মো. হাবিব উল্লাহ এবং অন্যান্য শিল্পীও সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।
মতামত