সারাদেশ

সাভারের ভণ্ড পীরের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ: মাজার উচ্ছেদের দাবি

সাভারের ভণ্ড পীরের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ: মাজার উচ্ছেদের দাবি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, রাত ৯:৩০

ঢাকা জেলার সাভারের চাকুলিয়া গ্রামের মো: কাজী জাবের (৩৩), যিনি ১৫ বছর আগে মিস্ত্রী হিসেবে জীবিকা নির্বাহ করতেন, এখন নিজেকে পীর হিসেবে পরিচয় দিয়ে গ্রামবাসীর মধ্যে বিশাল বিতর্কের জন্ম দিয়েছেন। শরীয়তপুর জেলার সুরেশ্বর দরবার শরীফে মুরিদ হয়ে তিনি নিজের নাম পরিবর্তন করে পীর কাজী জাবের আল জাহাঙ্গীর রাখেন। কাজী জাবেরের বিলাসবহুল মাজার শরীফ, যা তিনি মানুষের কাছ থেকে তাবিজ-কবজের মাধ্যমে আদায় করা টাকা দিয়ে গড়ে তুলেছেন, বর্তমানে স্থানীয় গ্রামবাসী ও দূর-দূরান্তের লোকদের আকর্ষণ করছে। তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক ও ইসলামবিরোধী নানা অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক বয়ানের ভিডিও ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলা পরিষদে চাকুলিয়া গ্রামের বাসিন্দারা বিক্ষোভ ও মানববন্ধন করে কাজী জাবেরের আস্তানা উচ্ছেদের দাবি জানায়। বক্তারা বলেন, কাজী জাবের একজন ভণ্ড পীর, যিনি ইসলামের অপব্যাখ্যা দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছেন এবং তার পায়ে সেজদা করানোর মত ভ্রান্ত কাজ পরিচালনা করছেন। বক্তারা তার বিরুদ্ধে মাদক সেবন, নারী-পুরুষদের অনৈতিক কাজের অভিযোগও করেন। গত ২৯ সেপ্টেম্বর কাজী জাবের ও তার অনুসারীরা স্থানীয় ইমামসহ কয়েকজন মুসল্লীর উপর আক্রমণ চালিয়ে গুরুতর আহত করে। এরপর ভণ্ডপীর নিজেই ভাঙচুর করে নিজের বাড়িতে হামলার অপপ্রচার চালায় বলে অভিযোগ ওঠে। পীর কাজী জাবের এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে এবং তার মাজার শরীফে কোনো ইসলামবিরোধী কাজ হয় না।