সারাদেশ

হাবিলাসদ্বীপ মিলন মন্দিরে বিজয়া দশমী উপলক্ষে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

হাবিলাসদ্বীপ মিলন মন্দিরে বিজয়া দশমী উপলক্ষে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, রাত ১১:৫৭

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ মিলন মন্দিরে রবিবার (১৩ অক্টোবর) রাতে বিজয়া দশমী উপলক্ষে এক আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরদীয় দুর্গোৎসবের এই বিশেষ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়ার গণমানুষের নেতা আলহাজ্ব এনামুল হক এনাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ ভাই, হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মইনুল আলম ছোটন, হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাসান ও সহ-সভাপতি দোলন দত্ত। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।