হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনের বেলকুচি, এনায়েতপুর, এবং চৌহালী অঞ্চলের সকল পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। শুক্রবার এবং শনিবার রাতব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
এই সহায়তা কার্যক্রম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও অনুষ্ঠিত হচ্ছে। পূজা মণ্ডপগুলোতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা দুর্ঘটনা না ঘটে, সে জন্য বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
পরিদর্শনের সময় আমিরুল ইসলাম খান আলিমের সঙ্গে তার সহধর্মিণী শাহনাজ প্রধানও উপস্থিত ছিলেন। এছাড়া বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, থানা বিএনপির সদস্য কেরামত আলী তালুকদার, নূরুল ইসলাম তুহিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত