"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায় বলেন, "যে কোনো দুর্যোগে পূর্বাভাস, প্রস্তুতি এবং ঝুঁকিহ্রাসের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। বর্তমান সরকারের নীতিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন, এনডিপি প্রতিনিধি কাজী পলসহ আরও অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, যুব রেড ক্রিসেন্ট এবং এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং এম. এ মতিন কটন মিলস লিমিটেডের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মতামত