"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া, র্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম. শামীম আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, তাড়াশ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মুনজুরুল আলম, তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক আব্দুল বারীক, লুৎফর রহমান, আশরাফুল ইসলাম রনি, সোহেল রানা, সোহাগ শরীফ আহমেদ, ও সাব্বির মির্জা।
মতামত