চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া গ্রামে র্যাব-৫ এর একটি আভিযানিক দল মাদক সরবরাহের সময় মো. সোহেল (৩০) নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে ০৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। সোহেল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকবহরম এলাকার বাসিন্দা।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ১২ অক্টোবর ২০২৪ ইং তারিখে দুপুর ১২:৫০ ঘটিকায় সাজু মোটরসাইকেল মেকারের দোকানের পাশে আমগাছের নিচে অভিযান চালিয়ে সোহেলকে হাতেনাতে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সোহেল উল্লেখিত সময়ে একটি মাদকের চালান সরবরাহ করতে যাচ্ছিল। র্যাবের পরিকল্পিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মতামত