সারাদেশ

সালথায় পূজামণ্ডপ পরিদর্শনে শামা ওবায়েদ: ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি

সালথায় পূজামণ্ডপ পরিদর্শনে শামা ওবায়েদ: ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, দুপুর ১২:৫৯

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি—এটাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়।” শনিবার (১২ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, “বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমাদের সবার সমান অধিকার রয়েছে। বিএনপি সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করে না।” তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন, “গত ১৭ বছরে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এত সুন্দর এবং শৃঙ্খলভাবে পূজা উদযাপন করতে পারেনি, যা এই বছরে করতে পারছে। আমরা সবাই একসঙ্গে সালথার উন্নয়নে কাজ করবো।” শামা ওবায়েদ তার বক্তব্যে আরও বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তার সহযোগীরা এখনো আমাদের চারপাশে ঘুরছে। তাই সতর্ক থাকতে হবে, যাতে কোনো অনুপ্রবেশকারী আমাদের মধ্যে বিশৃঙ্খলা করতে না পারে।” এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্টজনেরা।