সারাদেশ

কেন্দুয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে বাজার কমিটির সদস্য সচিব

কেন্দুয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে বাজার কমিটির সদস্য সচিব

ছবি : মুন টাইমস নিউজ


প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, দুপুর ১২:৫৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পালনে কেন্দুয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দুয়া বাজার কমিটির সদস্য সচিব মো. লাইমুন হোসেন ভূঁইয়া। শনিবার (১২ অক্টোবর) রাতে পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্র সরবরাহ করা হয়, যার আর্থিক সহায়তাও প্রদান করেছেন লাইমুন হোসেন ভূঁইয়া। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অনিল চন্দ্র ভদ্র, সাধারণ সম্পাদক সজল সরকার, সাবেক কাউন্সিলর আব্দুল কাদির ভূঁইয়া, আব্দুল হাই মানিক, মকবুল হোসেন বকুল, খাইরুল ইসলাম, এনামুল হক, পাভেল ভূঁইয়া, সবুজ খন্দকারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ। লাইমুন হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, “সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মতো। আমরা সবাই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করব। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।” তিনি পূজা উদযাপনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।